আজও মননে পড়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে স্কু জীবনে সেই স্মৃতি কত মজা দুষ্টুমি করছি সবাই বন্ধুরা মিলে আজ আর সেই দিন গুলি কয়? সবি আজ স্মৃতি। সবি আজ হারিয়ে গেছে রয়েগেছে শুধু স্মৃতি গুলি। আজও মনে পড়ে প্রিয়া তোমার কথা কত মজা করেছি তোমার সাথে হাতে রেখে হাত ঘুরেছি কত মাঠ ঘাট। কিন্তু সেগুলি আজ সব স্মৃতি। হারিয়ে গেছে সেগুলি অতিতের গর্ভে, বর্তমানের পদতলে। ‪#‎শেখ_চয়ন_আহমেদ‬