উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই- AlCl3 + H2O → Al(OH),(s)+ + 3HCI (অম্ল) (X) (Y)

-

৭নং

উৎপ

বিশি

ন্য

বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ ও পানি বিশ্লেষণ বিক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো- উক্ত বিক্রিয়াটিতে AICI,, H₂O এর সাথে বিক্রিয়া করে Al(OH), ও HCI উৎপন্ন করেছে। জানা আছে, যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়। বিক্রিয়াটিতে উৎপন্ন Al(OH)3, H₂O দ্রাবক-এ অদ্রবণীয়। তাই এটি পানিতে দ্রবীভূত না হয়ে কঠিন অধঃক্ষেপ [Al(OH)3↓] হিসেবে পাত্রের তলায় জমা হয়। সুতরাং বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়া।

আবার বিক্রিয়াটিতে বিক্রিয়ক অণু H₂O যৌগটি ধনাত্মক H' আয়ন ও ঋণাত্মক OH আয়নবিশিষ্ট। জানা আছে, বিক্রিয়ায় কোনো যৌগের দুই অংশ পানির বিপরীত আধানবিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করলে, সে বিক্রিয়াকে পানিবিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। উক্ত বিক্রিয়টিতে AlCl3 এর Al³+ আয়ন H₂O এর OH আয়নের সাথে এবং CI আয়ন H₂O এর H' আয়নের সাথে যুক্ত হয়। অর্থাৎ, বিক্রিয়াটি একটি পানি বিশ্লেষণ বিক্রিয়া।

সুতরাং, উদ্দীপকের বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ ও পানি বিশ্লেষণ বিক্রিয়া।Samari may refer to:

Places edit

People edit

See also edit